রুবেল ‘সাজা’ কাটিয়ে ফিরলেন

শীর্ষরিপো্র্ট ডটকম। ২০  জুন ২০১৬

রুবেল 'সাজা' কাটিয়ে ফিরলেন

রুবেল ‘সাজা’ কাটিয়ে ফিরলেন

পুর্নবাসন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় মাস কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার পরে চলতি মাস থেকে তাকে আবারো চুক্তিতে ফেরালো বিসিবি।

রোববার বিসিবির ১৪ তম সভায় রুবেলকে পুনরায় চুক্তিতে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, বিসিবি একাডেমির স্টুয়ার্ট কারপিনেন ই-মেইলে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে রুবেলের অনিয়মের বিষয়টি জানান। ই-মেইলে তিনি জানান, রুবেল পুর্নবাসন প্রক্রিয়ায় নিয়ম অনুসরণ করেননি।

এরপর হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে বিষয়টি জানালে রুবেলকে চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। পরবর্তীতে রুবেলকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল।

বিসিবির চুক্তি অনুযায়ী ‘এ’ শ্রেণিভুক্ত ক্রিকেটারদের মাসিক বেতন দেড় লাখ টাকা। এ হিসাবে ছয় মাসে নয় লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছেন ২৬ বছর বয়সী রুবেল হোসেন।

 

 

 

Related posts