শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ আগস্ট ২০১৬
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাসাবাড়িতে পাইপলাইনে গ্যাস সরবরাহের বিপক্ষে নিজের দৃঢ় অবস্থান পুন:ব্যক্ত করেছেন । বলেছেন, এ নিয়ে আন্দোলন, চিৎকার করে কোনো লাভ হবে না।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গ্যাস এতো মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানেই হয় না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগে আমরা ভেবেছিলাম যে দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই গৃহস্থালিতে ব্যাবহারের জন্য গ্যাস সংযোগ দেয়া হয়েছিল। কিন্তু এখন আমাদের কাছে যে গ্যাস আছে, তা একেবারেই যৎসামান্য।
তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালির রান্নার কাজে। তীব্র সংকটের কারণে ২০০৯ সাল থেকে গৃহস্থালিতে নতুন গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না।