রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ভটভটিচালকসহ আহত ১০

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩  জুন  ২০১৬

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ভটভটিচালকসহ আহত ১০

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ভটভটিচালকসহ আহত ১০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর এলাকায় ট্রেনের ধাক্কায় চালকসহ ভটভটির ১০ আরোহী আহত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে চব্বিশনগর এলাকার কদম শহর রেল গেইটে এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ভটভটি চালক সাইফুল (৫০), চেন বানু (৫০), তার নাতি লোহান (৩), মিনারুল (১০), আছিয়া (২৫), তার মেয়ে ফাতেমা (৯), মিনারুল (৬), আদুরী (২৫), আঁখি (৮) ও ইসরাফিল (১০)। আহতরা সবাই নিকটাত্মীয়। তাদের বাড়ি উপজেলার কাঁকনহাট পৌরসভার আইহাই রাহি গ্রামে।

পরিবারের সবাই মিলে কদম শহরে তার বোন মাবিয়ার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। কদম শহর রেললাইন পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভটভটিতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। ঘটনায় ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পরে দমকল বিভাগকে সংবাদ দেয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়।

 

Related posts