যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

শীর্ষরিপো্র্ট ডটকম।  ৪ এপ্রিল  ২০১৬

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর যাত্রাবাড়ী নতুন রাস্তা এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীন ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

তার সহকর্মী মনিরুল ইসলাম জানান, যাত্রাবাড়ীর নতুন রাস্তা এলাকায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ৩ তলায় রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দীন ইসলাম। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীন ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউলে। তিনি বর্তমানে শনির আখড়ায় বসবাস করতেন বলে জানান তিনি।

 

Related posts