যদি বাংলাদেশের গরিবি দূর করতে পারি তাহলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি দেখানো শ্রেষ্ঠ সম্মান।: অর্থমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৭ আগস্ট ২০১৬

যদি বাংলাদেশের গরিবি দূর করতে পারি তাহলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি দেখানো শ্রেষ্ঠ সম্মান।: অর্থমন্ত্রী

যদি বাংলাদেশের গরিবি দূর করতে পারি তাহলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি দেখানো শ্রেষ্ঠ সম্মান।: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের দেখানো পথে যদি আমরা বাংলাদেশের গরিবি দূর করতে পারি তাহলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি দেখানো শ্রেষ্ঠ সম্মান।’ ‘২০২৪ সালের পর এ দেশে আর কেউ দরিদ্র থাকবে না। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। সেই পথেই এগোচ্ছি। এই পথ দেখিয়ে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দেখানো পথে যদি আমরা বাংলাদেশের গরিবি দূর করতে পারি তাহলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি দেখানো শ্রেষ্ঠ সম্মান।’

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সংলগ্ন চত্বরে অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা-কর্মচারী আয়োজিত জাতীয় শোক দিবসের আালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুহিত আরো বলেন, ‘পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই স্বাধীনতার পর একটি প্রতিবিপ্লব ঘটে থাকে। আমাদের দেশে সেই ঘটনাটি ঘটে স্বাধীনতার তিন বছর পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এরপর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রায় ২৬ বছর পর সেই প্রতিবিপ্লবের কলঙ্ক থেকে জাতি মুক্তি পায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির আহ্বায়ক আবদুর রশীদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমান।

অর্থমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই চারটি মূলমন্ত্রই আমাদের শক্তি জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। জীবিত মুজিবের তুলনায় মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী।’

 

Related posts