মোটরসাইকেলে ৩ জন ওঠা নিষেধ

শীর্ষরিপো্র্ট ডটকম। ৬ জুন ২০১৬

মোটরসাইকেলে ৩ জন ওঠা নিষেধ

মোটরসাইকেলে ৩ জন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এখন থেকে আর এক মোটরসাইকেলে তিনজন ওঠা যাবে না।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই নির্দেশনার কথা জানান। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে খুনের পর মোটরসাইকেলে পালানোর ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত এলো।

তিনি বলেন, ` মোটরসাইকেলে আর যেন তিনজন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। তিনজন চলতে দেখলে বাধা দেয়া হবে, লাইসেন্স চেক করা হবে।`

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা এই ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে। পুলিশ কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি আমরা দেখব।

উল্লেখ্য, রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করে দুর্বৃত্তরা। মিতুকে খুনের পর হত্যাকারী তিনজন মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগ করে। সিসিটিভি ফুটেজে তাদের পালাতে দেখা যায়।

 

Related posts