মূষলধারে বৃষ্টি ও জোয়ারে উপকূল প্লাবিত

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১ আগস্ট ২০১৬

মূষলধারে বৃষ্টি ও জোয়ারে উপকূল প্লাবিত

মূষলধারে বৃষ্টি ও জোয়ারে উপকূল প্লাবিত

লঘুচাপের প্রভাবে রোববার ভোররাত থেকে মূষলধারে বৃষ্টি সেই সাথে জোয়ারের পানিতে উপকূলীয় জেলা পিরোজপুর সহ এ অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোববার দুপুর ১টা পর্যন্ত স্বাভাবিক জোয়ারের চেয়ে আড়াই থেকে তিন ফুট পানি বেড়েছে। টানা ১০ ঘন্টার অঝোর ধারায় বৃষ্টির ফলে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। গবাদি পশু-পাখি নিয়ে সমস্যায় পড়েছেন কৃষকরা। অস্বাভাবিক বৃষ্টির কারণে সপ্তাহের শুরুতেই অফিস-আদালতে লোকজনের উপস্থিতি ছিলো অন্য দিনগুলোর চেয়ে কম।

তবে জেলা প্রশাসক শেখ খায়রুল আলম বলেছেন, তার অফিসের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি স্বাভাবিক । নদ-নদী বেষ্টিত উপকূলীয় জেলাগুলোর স্কুল, কলেজসহ বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ক্লাস হয়নি। শিক্ষক, কর্মচারী ও শিক্ষর্থীরা বৃষ্টির কারণে নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেনি। দিন মজুরসহ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জেলেরা সাগরে যায়নি। স্থানীয় নদ-নদীতেও জেলেরা মাছ ধরতে নামেনি।

অনেকের পুকুর ও মাছের ঘের তলিয়ে মাছ ভেসে গেছে বলে খবর পাওয়াগেছে। বিদূতের মূল লাইনে ফল্ট করায় পুরো জেলায় বিদ্যুৎ বিতরণে বিঘ্ন ঘটছে বলে পিরোজপুর পল্লী বিদ্যুতের এজিএম (কম) আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

জেলার নৌপথে বড় নৌযান ছাড়া ছোট নৌযান চলাচল করেনি।

 

 

Related posts