শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ আগস্ট ২০১৬

মুক্তির দিনে আশরাফুল দেশে ফিরছেন
আজ ১৩ই আগস্ট আর আশরাফুল নিষিদ্ধ ক্রিকেটার নন। তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আবারও তিনি মুক্ত, খেলতে পারবেন ঘরোয়া ক্রিকেটে। আর এই খুশির দিনেই ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। লন্ডন থেকে আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন।
সব কিছু ঠিক থাকলে আজ বেলা ১১টার দিকে দেশে ফিরবেন। আর আইসিসির প্রধান কার্যালয় শনিবার বন্ধ থাকায়, রোববার সন কিছু জানা যাবে।
এদিকে দেশে ফিরলেও আশরাফুল জাতীয় দলের হয়ে এবং বিপিএল বা এইধরণের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও বাইরের দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। তবে এর সবকিছুর উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর একদিন। আইসিসিই দিক নির্দেশনা দেবে আশরাফুল কোন টুর্নামেন্ট খেলতে পারবে আর কোন টুর্নামেন্ট খেলতে পারবে না।