মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেঃ ডিএমপি কমিশনার

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৭  জানুয়ারি  ২০১৭

মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেঃ ডিএমপি কমিশনার

মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেঃ ডিএমপি কমিশনার

‘আমাদের অবস্থান সর্বদা টেররিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। দেশের সব পেশার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সাধারণ মানুষের সহযোগিতায় জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। জঙ্গিবাদের বিষবৃক্ষ সমূলে তুলে ফেলতে পুলিশ বদ্ধপরিকর  বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোমবার ডিএমপির সদর দপ্তরে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘কাউন্টার টেররিজম ইউনিট জঙ্গিবাদ দমনে কাজ করে যাচ্ছে। এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অর্থ, আশ্রয়, অস্ত্রদাতা এবং প্ররোচণা ও উস্কানিদাতাদের চিহ্নিত করে অচিরেই আইনের আওতায় আনা হবে।

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশের এসি রবিউল ইসলাম ও ওসি সালাউদ্দিনের পরিবারকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেন ডিএমপি কমিশনার।

 

 

 

Related posts