সদ্য সংবাদ

মধু ও তুলসী উপকারিতা

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩  অক্টোবর  ২০১৬

মধু ও তুলসী উপকারিতা

মধু ও তুলসী উপকারিতা

মধু ও তুলসীর মিশ্রণ রোজ খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা আনেকগুণ বেড়ে যেতে পারে। দেখে নেওয়া যাক মধু ও তুলসীর মিশ্রণ খেলে কি কি উপকার পাওয়া যেতে পারে-

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোজ সকালে মধু আর তুলসীর মিশ্রণ খেলে শরীরের রোগপ্রতিরোধের ক্ষমতা অনেকটাই বেড়ে যায়।

কাশির উপশম

একটানা কাশির সমস্যা সারিয়ে তুলতে মধু আর তুলসী একেবারে অনবদ্য।

সর্দি থেকে মুক্তি

এই মিশ্রণ প্রতিদিন নিয়ম করে খেতে থাকলে ঠাণ্ডা লাগা বা সর্দির সমস্যা থেক মুক্তি পাওয়া সম্ভব।

অ্যালার্জির প্রভাব কমায়

নিয়মিত মধু এবং তুলসীর নির্যাস খেলে মসৃণ ত্বকের যেমন পেতে পারেন তেমনি অ্যালার্জির সমস্যাও মিটে যাবে।

বলিরেখার প্রভাব কম করে

তুলসী এবং মধুর মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বলিরেখাকে বাড়তে দেয় না।

কিডনি ভাল রাখে

নিয়মিত তুলসী ও মধু খেলে কিডনির ভাল থাকে। কিডনিতে পাথরের সমস্যা কম করতে তুলসী ও মধু বেশ উপযোগী।

 

Related posts