মক্কায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার ৫৭০

শীর্ষরিপো্র্ট ডটকম। ৭  জুন ২০১৬

মক্কায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার ৫৭০

মক্কায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার ৫৭০

পবিত্র নগরী মক্কার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবারের ওই অগ্নিকাণ্ডের পর হোটেল থেকে ৫শ ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই ওমরাহ হজ পালনের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন। খবর সৌদি গ্যাজেটের।

যাদের উদ্ধার করা হয়েছে তারা বিভিন্ন দেশের নাগরিক। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র নাইফ আল শরীফ জানান, তারা ওই দুর্ঘটনার খবর পেয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে গেছে দমকল কর্মীরা। ১৪ তলাবিশিষ্ট ওই হোটেলের সাত তলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওই দুর্ঘটনার সঠিক কারণ খুজে বের করতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

 

Related posts