ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  অক্টোবর  ২০১৬

 

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

যুদ্ধ যুদ্ধ অবস্থার মধ্যে ভূমিকম্পে কাঁপল পাকিস্তান।

শনিবার দেশটির রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৪।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সোয়াত ভ্যালির মিনগায়োরা শহর থেকে ১১৭ কিলোটিমার দূরে ভূপৃষ্ঠের ৪৩ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পনের কেন্দ্র।

খাইবার পাখতুনখোয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, হিন্দু কুশ পবর্তাঞ্চলে ভূকম্পনের কেন্দ্রে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়, যদি তার বেশির ভাগই বিধ্বংসী নয়। তবে ২০০৫ সালে ভয়াবহ ভূমিকম্পে দেশটির প্রায় ৮০ হাজার মানুষ মারা যায়।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

Related posts