শীর্ষরিপো্র্ট ডটকম। ৫ এপ্রিল ২০১৬
বাংলাদেশিদের জন্য ভিসা ব্যবস্থা পুনর্গঠনের প্রস্তাব করেছে ভারতের পররাষ্ট্র দফতর। নতুন এই প্রস্তাবনায় বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে অংশ নেওয়া বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের জন্য ভিসা পদ্ধতি আরো সহজ করা হবে।
এছাড়া, ঘনঘন ভ্রমণকারীদের জন্য ইলেক্ট্রনিক ভিসা চালু হবে। তবে পররাষ্ট্র দফতরের এই প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, নতুন এ প্রস্তাবনা বাস্তবায়ন বাংলাদেশ এবং ভারতের দুই পক্ষের সদ্বিচ্ছার ওপর নির্ভর করছে বলে সতর্ক করে দিয়ে দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক বৃদ্ধি করতে সম্প্রসারিত এ উদ্যোগ সীমান্ত এলাকায় নয়াদিল্লির জন্য আঘাত হতে পারে।
ভারতে পর্যটকের জন্য বাংলাদেশ এখন বৃহৎ একটি উৎস। ২০১৫ সালের প্রথম ১০ মাসে বাংলাদেশ থেকে অন্তত ৯ লাখ পর্যটক ভারত ভ্রমণ করেছে। আর এ সংখ্যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের চেয়ে বেশি।