ব্রহ্মপুত্রের শাখা নদীতে চীনের বাঁধ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২  অক্টোবর  ২০১৬

ব্রহ্মপুত্রের শাখা নদীতে চীনের বাঁধ

ব্রহ্মপুত্রের শাখা নদীতে চীনের বাঁধ

চীন তাদের একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্রহ্মপুত্রের একটি শাখা নদী বাঁধ দিয়ে আটকে দিয়েছে। ব্রহ্মপূত্র নদী চীনে `ইয়ারলাং সাংবো` নামে পরিচিত। এই নদীর একটি উপনদীতে চীন বাঁধ নির্মাণ করেছে। যাতে করে নদীর পানি বিশাল জলাধারে আটকে রাখা যায়।

চীনের দাবি, এই জলাধারের পানি তারা সেচের কাজে ব্যবহার করছে। একই সঙ্গে তাদের এই প্রকল্পের লক্ষ্য জলবিদ্যুৎ তৈরি এবং বন্যা নিয়ন্ত্রণ।

চীন ব্রহ্মপুত্র নদীর পানি ব্যবহার করে অনেকগুলো বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য হচ্ছে এখান থেকে এক লক্ষ ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। ঝাংমো নামে একটি জলবিদ্যুৎ প্রকল্প ইতোমধ্যে চালু হয়ে গেছে। এই বাঁধটি  সেরকম দ্বিতীয় আরেকটি প্রকল্প।

উল্লেখ্য, জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে বাঁধ দিয়ে প্রথম এক-দু’বছর পানি ধরে রাখা হয়। এরপর প্রতি বছর নদীতে যে পানি আসে, সেটা ছেড়ে দিতে হয়। সূত্র : বিবিসি বাংলা

 

Related posts