বুড়িগঙ্গাতীরে উচ্ছেদ অভিযান

শীর্ষরিপো্র্ট ডটকম। ১০ জুন ২০১৬

বুড়িগঙ্গাতীরে উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গাতীরে উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর কর্মকর্তারা এসব স্থাপনা উচ্ছেদ করেন।

ঢাকা নদীবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলীর নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। কর্মকর্তারা ওই এলাকায় বালুর গদি, ইট-বালু দিয়ে ভরাট করা ঢিবি, একটি আধা পাকা স্থাপনাসহ ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

মো. গুলজার আলী বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

 

Related posts