শীর্ষরিপো্র্ট ডটকম। ১১ জুন ২০১৬

বিপাশা হানিমুনে
মধুচন্দ্রিমায় মধুর সময় পার করছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু ও বেরিয়ে পড়লেন বিপাশা-অভিনেত্রী করন সিং। মালদ্বীপে অবস্থান করছেন তারা। বিভিন্ন সাক্ষাতকারে বিপাশা জানিয়েছেন, জীবনের সবচেয়ে মধুর সময় পার করছেন তিনি। অল্প কয়েকদিনের মধ্যেই হয়ে উঠেছেন একে অপরের পরিপূরক। প্রিয় মানুষটির মুখে হাসি ফুটাতে দুজনেরই যোগাড়যন্ত্রের কমতি নেই। সম্প্রতি বিপাশার জন্য নতুন একটি ডায়মন্ডের দুল কিনেছেন বিপাশা। সাদা রঙের দুলটি পেয়ে বিপাশাও যারপারনাই খুশি। খুশিতে দুল পরা একটি ছবিও পোস্ট করেছেন ইন্সট্রাগ্রামে। সবমিলিয়ে ভালোই কাটছে দুজনের হানিমুন।
জানা গেছে, মালদ্বীপের সৈকতেই নাকি তারা কাটাবেন সাত মাস! মানে আগামী ইংরেজি নববর্ষ পর্যন্ত সেখানেই থাকছেন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বহু আলোচনা ও গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে সাতপাঁকে বাধা পড়েছেন বলিউড সেলিব্রেটি বিপাশা বসু ও । মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলের লাউঞ্জে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন সন্ধ্যায়ই বলিউডের একঝাঁক সেলিব্রেটি ও সহকর্মীদের উপস্থিতিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়।