শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ এপ্রিল ২০১৬
বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড সুন্দরী বিপাশা বসু। আগামীকাল শনিবার (৩০ এপ্রিল) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বর করণ সিং গ্রোভার।
সে জন্য সব অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে বেশ জোরেসোরে। তার বিয়েটাও হচ্ছে বাঙালি আচার-প্রথা মেনেই। এক্কেবারে খাঁটি বাঙালি আচার মেনে শুরু হলো বঙ্গতনয়া বিপাশার বিয়ের অনুষ্ঠান।
দধিমঙ্গল থেকে নান্দীমুখ- সব বাঙালি নিয়মই পালন করা হচ্ছে বিপস্-এর বিয়েতে। ঘরোয়াভাবে শুরু হয়েছে বিপাশা আর করণ সিং গ্রোভারের বিয়ের অনুষ্ঠান।
ইনস্টাগ্রামে বিপাশা বসু ও তার ফিটনেস এক্সপার্ট ড্যানি পাণ্ডে সেই সব ছবি পোস্ট করলেন। দেখে নিন সেই সমস্ত ছবি।