শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ অক্টোবর ২০১৬
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কৃষিপণ্যের বাজার ও দাম বিষয়ক মন্ত্রী পর্যায়ের চতুর্থ সভায় যোগ দিতে ইতালিতে পৌঁছেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে ইমিরেটসের একটি ফ্লাইটে লিওনাদো দ্যা ভিঞ্চি রোম বিমান বন্দর (ফিউমিছিনো) এসে পৌঁছেন বাণিজ্যমন্ত্রী।
রোম দূতাবাস হেড অব চ্যান্সেলর ও কাউন্সিলর রফিকুল আলম বাণিজ্যমন্ত্রীর পৌঁছার খবর নিশ্চিত করেছেন।
এ সময় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ফরাজী, জসিম উদ্দীন জসিম, মান্নান মাতবর মঞ্জু, সদস্য জসিম উদ্দীন প্রমুখ বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
তিনি জানান, বাণিজ্যমন্ত্রী সোমবার সকালে জাতিসংঘের খাদ্য সংস্থা (এফএও) খাদ্য সম্মেলনে যোগ দেবেন। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ইতালি আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যাবেন। সেখান মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।
বিমান বন্দরে বাণিজ্যমন্ত্রী এসে পৌঁছালে রাষ্ট্রদূত আবদুস সোবাহান চৌধূরী, ইকোনমিক কাউন্সিলর ড. মফিজুর রহমান মন্ত্রীকে অভ্যর্থনা জানান।