বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ : আমু

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৫  আগস্ট ২০১৬

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ : আমু

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ : আমু

‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যারা এ দেশকে সাম্প্রদায়িক ও জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল, জনগণ তাদের হারিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে’ বলেছেন,শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সব দিক থেকে সফল হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। তারই কথা- ধর্ম যার যার, উৎসব সবার। এখানে এসে সেটাই দেখতে পাচ্ছি। এ অনুষ্ঠান শুধু একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এখানে সব ধর্মের মানুষই এসেছেন।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘কেউ কেউ বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি সহ্য করতে পারছে না। তারা রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়ে জঙ্গি-সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে। তাদের উদ্দেশে বলছি, সেসব পথ ছেড়ে মূলধারার রাজনীতিতে যুক্ত হোন।’

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘দেশকে সাম্প্রদায়িকভাবে অস্থির করার জন্য ধর্মের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু দেশের জনগণ তা ব্যর্থ করে প্রমাণ করেছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মান্ধ, মৌলবাদীদের স্থান এ দেশে নেই। পুলিশ সব সময়ই জনগণের সঙ্গে থেকে জঙ্গি-সন্ত্রাস মোকাবিলা করবে।’

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘দেশে কোনো স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক গোষ্ঠির স্থান নেই। ঈদ, পূজা, বড়দিন- সবাই সম্মিলিতভাবেই উদযাপন করছে।

জঙ্গি দমনে সবার সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘গুলশানে জঙ্গি হামলা হয়েছে, পুলিশ মারা পড়েছে, আহত হয়েছে, কিন্তু জানমালের ক্ষতি হতে দেয়নি। কল্যাণপুরে পুলিশ সফল অভিযান পরিচালনা করেছে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ সব সময় আপনাদের সঙ্গে আছে।’

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ হিন্দু নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর হাজার হাজার মানুষের অংশগ্রহণে কড়া পুলিশি পাহারার মধ্যে বিশাল বর্ণাঢ্য র্যা লি বের হয়। র্যা লিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক এলাকায় গিয়ে শেষ হবে।

 

Related posts