শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ১৬০ রান।
১৫ বলে ২৪ রান করে ফিরে গেছেন তামিম ইকবাল। ২৮ বলে ৪২ করে ইশ সোধির বলে আউট হয়েছেন সৌম্য সরকার। এর আগে কোরি অ্যান্ডারসনের ৪১ বলে ৯৪ রানে বড় সংগ্রহ জড়ো করে স্বাগতিকরা। ৬০ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩১ রানে ৩ উইকেট নেন রুবেল হোসেন।
এ ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। তার জায়গায় মাঠে নেমেছেন তাসকিন আহমেদ। চোটের কারণে ব্ল্যাক ক্যাপস স্কোয়াড থেকে ছিটকে গেছেন লুক রঙ্কি। তার জায়গায় আন্তর্জাতিক অভিষেক হয়েছে টম ব্লান্ডেলের।