বাংলাদেশ-আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  অক্টোবর  ২০১৬

 

বাংলাদেশ-আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ-আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৭ রানে জিতে নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি আফগানিস্তান জিতে নেয় ২ উইকেটে। ফলে সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। আজ সেই সমতা ভাঙার ম্যাচ।

দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

দ্বিতীয় ওয়ানডে হেরে ইতিমধ্যে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট হারিয়েছে ৩। আজকের ম্যাচটি যদি হেরে যায় তাহলে আরো ৩ রেটিং পয়েন্ট হারিয়ে র‌্যাঙ্কিংয়ে নেমে যাবে অষ্টম স্থানে। যা বাংলাদেশের জন্য বিরাট এক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সেই ক্ষতির হাত থেকে বাঁচতে শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয় চাই-ই-চাই। সে লক্ষ্যে দলে একটি পরিবর্তন আনা হয়েছে পেসার রুবেল হোসেনের পরিবর্তে তৃতীয় ওয়ানডের জন্য দলে ডাক পেয়েছেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল।

তবে তাকে তাইজুল ইসলামের পরিবর্তে মাঠে নামানো হবে নাকি তিনজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ সেটা জানতে আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অফ ফর্মে থাকা সৌম্য সরকারের পরিবর্তে সেরা একাদশে আবার আসতে পারেন ইমরুল কায়েস।

এদিকে আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার পর উদযাপন করেনি। কারণ তারা শেষ ম্যাচটি জয়ের মধ্য দিয়ে ঐতিহাসিক এক সিরিজ জয় করেই উদযাপন করার অপেক্ষায় আছে। সে জন্য তাদের সেরা একাদশই নিয়েই আজ মাঠে নামবে। সেরা একাদশে আনা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার নওরোজ মঙ্গলকে।

তার আগে চলুন দেখে নিই বাংলাদেশ ও আফগানিস্তানের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১. তামিম ইকবাল

২. ইমরুল কায়েস

৩. মাহমুদউল্লাহ রিয়াদ

৪. মুশফিকুর রহিম

৫. সাকিব আল হাসান

৬. সাব্বির রহমান

৭. মোসাদ্দেক হোসেন সৈকত

৮. মাশরাফি বিন মুর্তজা

৯. মোশাররফ হোসেন রুবেল

১০. তাইজুল ইসলাম

১১. তাসকিন আহমেদ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ :

১. মোহাম্মদ শাহজাদ

২. নওরোজ মঙ্গল

৩. রহমত শাহ

৪. হাশমতউল্লাহ শাহিদি

৫. আসগর স্টানিকজাই

৬. মোহাম্মদ নবী

৭. নাজিবুল্লাহ জাদরান

৮. রশিদ খান

৯. মিরওয়াইস আশরাফ

১০. দাওলাত জাদরান

১১. নাভীন-উল-হক।

 

 

Related posts