শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ অক্টোবর ২০১৬

বাংলাদেশে হেরে গেলো ২১ রানের ব্যবধানে
এমন অসাধারণ একটি ম্যাচ। নিশ্চিত জিতে যাচ্ছিল বাংলাদেশ। নিশ্চিত জয়ের ম্যাচটি হেরে গেলো ২১ রানের ব্যবধানে।
অথচ ইমরুল-সাকিবের ১১৮ রানের জুটির ওপর ভর করে বাংলাদেশ কত বল হাতে রেখে জিতে যাবে সে হিসেব কষতে শুরু করেছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। অথচ হঠাৎ করেই দৃষ্যপট পাল্টে দিলেন জ্যাক বাল। পর পর দুই বলে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসান এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে।
পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট ওই একটাই। ৫৫ বলে ৭৯ রান করা সাকিব জ্যাক বালকে পুল করতে চেয়েছিলেন। ব্যাটে-বলে ঠিকমত সংযোগ ঘটাতে পারেনি। মিডউইকেটে দাঁড়ানো ছিলেন ডেভিড উইলি। একপাশে হাত বাড়িয়ে ক্যাচটি তালুবন্দী করে ফেললেন তিনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো ওই ক্যাচ।
এরপরও আশা ছিল। ইমরুলের সঙ্গে যদি মোসাদ্দেক সৈকত জুটি বাধতে পারেন; কিন্তু না, পারলেন না। পরের বলেই অফস্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যাচ্ছিল যে বল, সেটিকে টেনে স্ট্যাম্পে নিয়ে আসলেন সৈকত। হয়ে গেলন বোল্ড। পরপর দুই বলই ধ্বংস ডেকে আনে বাংলাদেশের।