বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ চারুকলায় বঙ্গবন্ধু উৎসব

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৩  মার্চ  ২০১৭

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ চারুকলায় বঙ্গবন্ধু উৎসব

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ চারুকলায় বঙ্গবন্ধু উৎসব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিশুদের জন্য সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী অধ্যাপক হাসেম খান। বাঙালি সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

চারটি বিভাগে একটি শ্রেষ্ঠ পুরস্কারসহ মোট ২৫টি পুরস্কার থাকবে। ক বিভাগে প্লে থেকে দ্বিতীয় শ্রেণি বিষয় (উন্মুক্ত), খ বিভাগে তৃতীয় থেকে ৫ম শ্রেণি বিষয় (স্বাধীনতা দিবস), গ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি বিষয় (বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ), ঘ বিভাগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (উন্মুক্ত)। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

Related posts