প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ

শীর্ষরিপো্র্ট ডটকম । ৯  এপ্রিল  ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বহুল আলোচিত তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে তাঁদের আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে দিল্লীতে অবস্থান করছেন। আর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন সম্পর্কিত সমস্যা সমাধানে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও দিল্লীতে আমন্ত্রণ জানান।

এ ছাড়া তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াবলী যেমন- আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যদিয়েই প্রবাহিত কমন নদীগুলোর পানির হিস্যা আদায় সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধিতে প্রস্তুত রয়েছে।

 

 

Related posts