শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ জুন ২০১৬
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে। মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের স্থাপত্য নকশা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য করা হলে তিনি সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।
জাতীয় সংসদে মঙ্গলবার এ কে এম মাঈনুল ইসলামের (কুড়িগ্রাম-৩) প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, নকশা চূড়ান্ত হওয়ার পর একনেকে অনুমোদিত হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রকল্পের আওতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করা হবে।
সানজিদা খানমের (মহিলা আসন-২৪) প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ জরিপ ২০০৮ অনুযায়ী, ঢাকা শহরের মসজিদের সংখ্যা ৫ হাজার ৭৭৬টি। কুয়েতের সহায়তায় চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনঃনির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বিদেশি সহায়তা পাওয়া গেলে আরও মসজিদ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী।