পরিচ্ছন্ন ঢাকায় পাশে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয়

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৫  মার্চ  ২০১৬

পরিচ্ছন্ন ঢাকায় পাশে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পরিচ্ছন্ন ঢাকায় পাশে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে দুই সিটি করপোরেশনকে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে পররাষ্ট্র মন্ত্রনালয়ের চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযান শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে আন্তরিকতা ও সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এ কাজটি প্রত্যেক নাগরিককে নিজের ঘর থেকে শুরু করতে হবে।’

‘সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা শহরের পরিবর্তন ও সৌন্দর্যবর্ধন হয়েছে। তবে ঢাকাকে আরও মনোগ্রাহী করে তুলতে হবে। এটি সব নাগরিকের দায়িত্ব।’

এ সময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় কাউন্সিল করার জন্য বিএনপির পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি আমরা। বিএনপি চাইলে মহানগর নাট্যমঞ্চে তাদের কাউন্সিল করতে পারবে। আমরাও তাদের সার্বিক সহযোগিতা করব। তিনি আরও বলেন, ‘আমরা চাই, রাজনৈতিক দল শক্তিশালী হোক। দেশে গণতন্ত্রের চর্চা হোক।’

 

 

Related posts