নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫  জানুয়ারি  ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে কোন পরিবর্তন আনা হয়নি। আস্থা রাখা হয়েছে প্রথম টেস্টের দলের উপরই। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

যথারীতি অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকছে মুশফিকুর রহীমের হাতে। যদিও আঙ্গুলের ইনজুরিতে শেষ দুই দিন মাঠে ছিলেন না তিনি। প্রথম টেস্টে তার পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন ইমরুল কায়েস। তবে মুশফিকুরের ব্যাক-আপ হিসেবে স্কোয়াডে আছেন নুরুল হাসান সোহান।

গুঞ্জন শোনা গিয়েছিল দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন বাংলাদেশ দলের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। খেলার জন্য ফিট থাকলেও তাকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি বিসিবি। তাই পেস বোলিংয়ের দায়িত্ব থাকছে তাসকিন আহমেদ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশিস রায়ের হাতে।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক),  ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল  হাসান সোহান ও শুভাশিষ রায়।

 

Related posts