শীর্ষরিপো্র্ট ডটকম । ১৯ ডিসেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। র্যাব ও পুলিশের বাড়তি টহলের পাশাপাশি বিজিবির সদস্যরা বিকেল থেকে মাঠে নেমেছেন।
এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে নাসিকের বাসিন্দা বা ভোটার নন এমন ব্যক্তিরা সোমবার রাত ১২টার পর থেকে এ এলাকায় অবস্থান করতে পারবেন না বলে জানানো হয়ছে। ফলে বহিরাগতদের রাত ১২টার আগেই এলাকা ছাড়ার জন্য মাইকিং করেছে স্থানীয় প্রশাসন।