নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে জুলাই থেকে

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭  জানুয়ারি  ২০১৭

আগামী জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের বিষয়ে আইএমএফের প্রতিনিধি দলকে তিনি এটি জানিয়ে বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

সোমবার সচিবালয়ে তার দফতরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিথসুহিরো ফুরুসাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির সব কিছু ভালোভাবে চলছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।’ বৈঠকে ভ্যাট আইন বাস্তবায়ন করার জন্য আইএমএফ পরামর্শ দিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর হবে। এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যে সারসংক্ষেপ প্রস্তুত করেছে তা আগামী সপ্তাহেই হাতে পাব। সেটা দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

 

Related posts