শীর্ষরিপো্র্ট ডটকম । ২৬ জানুয়ারি ২০১৭
নকশি বা পাকন পিঠা্র ডিজাইন যারা শিখছেন তারা এই ডিজাইনটি ফলো করতে পারেন।হয়ত অনেকে
আমার চেয়ে অনেকে ভাল ডিজাইন করতে পারেন আমি আমার টুকু শেয়ার করলাম।যারা পিঠার ডিজাইন
শিখছেন বা আরো আইডিয়া পেতে চান তাদের জন্য এটা বেশি কাজে দিবে।আসলে ডিজাইন হচ্ছে যা মনের
মাধুরি মিশিয়ে আকঁবেন তাই ডিজাইন।অনেক সময় পিঠা বানাতে গেলে আমরা কি আকঁব কিভাবে ডিজাইন
করলে সুন্দর হবে তেমন কিছু মনে পরে না। আমার ক্ষেত্রে যা হয় আমার মনে হয় হয়ত অনেকেরই কাজের সময়
হুট করে কিছু মনে আসতে চায় না। যদি কিছু ডিজাইন একসাথে থাকে মন্দ কি তাহলে আর ডিজাইন নিয়ে ভেবে আর সময়
নষ্ট হল না। তাই কিছু রাফ ডিজাইন দিলাম। আপনাদের ভাল লাগলে আরও ভাল ডিজাইন দিতে পারব আশা রাখি।