দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত

শীর্ষরিপো্র্ট ডটকম । ৬  সেপ্টেম্বর   ২০১৬

দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত

দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত

দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। তারপরও সরকার দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে ঈদুল আজহায় লবণের দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে বলেছেন,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।

চামড়ার দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সোমবার বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী একথা বলেন।

তিনি জানান, দেড় লাখ মেট্রিক টন লবণের মধ্যে ৭৫ হাজার মেট্রিক টন লবণ শিল্পের জন্য ও বাকি ৭৫ হাজার মেট্রিক টন ভোক্তাদের জন্য আমদানি করা হচ্ছে। আগামীকালের মধ্যে এলসি খোলার জন্য ব্যবসায়ীদের নির্দেশও দেওয়া হয়েছে।

সীমান্ত এলাকায় চামড়া পাচার রোধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী।

বৈঠকে চামড়া ব্যবসায়ীরা লবণের দাম কমানোর দাবি জানান।  তারা অভিযোগ করেন, দাম বেশি হওয়ায় কম লবণ ব্যবহার করা হয়। ফলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়। এ ব্যাপারে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

বৈঠকে বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে লবণের দাম কমানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

 

 

Related posts