শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ জানুয়ারি ২০১৭
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ও জনসচেতনতা সৃষ্টি এবং ঘুষদাতা ও ঘুষ গ্রহিতাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি রোধ করতে হলে জনগণকে এ বিষয়ে আরও সম্পৃক্ত করতে হবে।
আজ শনিবার রাজধানীর বিএফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলাম এ কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল বাংলাদেশের (টিআবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। ইউসিবি পাবলিক পার্লামেন্টের গ্রান্ড ফাইনালে দুর্নীতি বিরোধী এ ছায়া সংসদে ‘রাজনৈতিক সচেতনতা নাকি জনসচেতনতা দুর্নীতি রোধ করতে পারে’-এ নিয়ে বিতার্কিকরা তর্কযুদ্ধে অবতীর্ণ হয়।
ড. ইফতেখারুজ্জামান সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মো: মোস্তফা কামাল ও এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খান।
বাছাইয়ের মাধ্যমে দেশের স্বনামধন্য ১৬টি বিশ্ববিদ্যালয় বছরব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে বিতার্কিকদের ট্রফি, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।