শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫ জুলাই ২০১৬
১৫ জুলাই রাতে তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল হালুসি আকার। সেই সঙ্গে অভ্যুত্থানচেষ্টায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ধর্মীয়ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেনের সম্পৃক্ত থাকার বিষয়ে তিনি প্রমাণ দিয়েছেন তুরস্কের একটি আদালতে।
সোমবার তিনি জানিয়েছেন, ১৫ জুলাই বিদ্রোহীরা তাকে আটক করে অভ্যুত্থানের পক্ষে তার সমর্থন নেয়ার চেষ্টা করে। তারা এমনকি গুলেনের সাথে তাকে সরাসরি কথা বলিয়ে দেয়ার চেষ্টাও করে।
জেনারেল আকার বলেন, ব্রিগেডিয়ার জেনারেল হাকান ইভরিম তাকে গুলেনের সাথে কথা বলতে রাজি করাতে চেষ্টা করেন।
তিনি তা অস্বীকার করার পাশাপাশি অভ্যুত্থানকারীদের ওই চেষ্টা থেকে বিরত থাকার উপদেশ দেন।