শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ জানুয়ারি ২০১৭
কারা অধিদফতরে খুব শিগগিরই তিন হাজার নতুন পদে জনবল নিয়োগের ঘোষণা আসছে। প্রায় অর্ধশতাধিক ডেপুটি জেলারসহ ১৬টি পদে মোট ৩ হাজার ১০৭টি পদে জনবল নিয়োগ দেয়া হবে।
কারা অধিদফতরের সহকারি কারা মহাপরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, জনবল নিয়োগের বিষয়টি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির অপেক্ষায় রয়েছে।
আদেশ জারি হলে পরবর্তী এক দেড় সপ্তাহের মধ্যে বিভিন্ন জাতীয় দৈনিকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হবে।
কারা অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের কারাগারগুলোতে জনবলের অনেক ঘাটতি রয়েছে। ৩৩ বছর আগের অর্থাৎ ১৯৮৪ সালে কারা অধিদফতরের অধীনে দেশের বিভিন্ন কারাগারে যে জনবল ছিল সেই জনবল দিয়েই আজও কারাগারগুলো পরিচালিত হয়ে আসছে। কারাগারগুলোতে বন্দি ধারণ ক্ষমতা ৩৪ হাজার হলেও ৭৫ হাজারেরও বেশি বন্দি কখনও কখনও থাকছে।
জনবলের ঘাটতি কমাতে কারা অধিদফতর থেকে মোট ২৪ হাজার নতুন পদ সৃষ্টির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হলেও শেষ পর্যন্ত ৩ হাজার ১০৭টি পদের অনুমোদন পাওয়া যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত আদেশের অপেক্ষায় থাকা পদগুলোর মধ্যে ৪৮ জন ডেপুটি জেলার, ৩৭ জন ড্রাইভার, ৫৯ জন কুক, ২৭ জন সহকারি কুক, ১২০ জন পরিচ্ছন্ন কর্মী, ৬০ জন চিফ হেড ওয়ার্ডার, ৭৩৫ জন সহকারি হেড ওয়ার্ডার, ১ হাজার ৪৭৫ জন কারারক্ষী, ১৪০ জন নারী কারারক্ষী, ১১ জন চিফ মেট্রন, ৮৯ জন সহকারি মেট্রন, ৬৫ জন ডিপ্লোমা নার্স ও ৫৫ জন হিসাবরক্ষকের পদ রয়েছে।