শীর্ষরিপো্র্ট ডটকম । ১১ আগস্ট ২০১৬
টেলিটক গ্রাহকদের নতুন সুখবর দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এখন থেকে টেলিটক গ্রাহকরা বিকাশের মাধ্যমে এয়ারটাইম রিচার্জ সুবিধা পাবেন। বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে গুলশানে টেলিটক অফিসে এই সেবার উদ্বোধন করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা কোনো অপারেটরকে বাড়তি সুবিধা দিতে চাই না, আগামী একবছরের মধ্যে প্রতিযোগিতায় দাঁড় করাবো। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং টেলিটক ও বিকাশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।