শীর্ষরিপো্র্ট ডটকম। ১১ জুন ২০১৬
টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবিরকে অভিনন্দন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান।
তিনি লেখেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা আর প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাচ্ছে নারীরা। তারই অংশ হিসেবে জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের গর্ব সোনিয়া বশির কবিরকে অভিনন্দন।
তিনি আরো লেখেন, তোমার হাত ধরে আরো এগিয়ে যাক বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত একই সাথে বাংলাদেশের নারীরা। শুভকামনা নিরন্তর।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) প্রতিনিধি হিসেবে দেশের এ প্রযুক্তি ব্যক্তিত্বকে প্রযুক্তি বিষয়ক ১২ সদস্যের এই কাউন্সিলে মনোনীত করেন। এ কাউন্সিল বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কৌশলের সহায়তা এবং মেধাস্বত্বের উন্নয়নে কাজ করবে।