শীর্ষরিপো্র্ট ডটকম । ৬ এপ্রিল ২০১৭
বাংলাদেশ দলের ওপেনিংয়ে অন্যতম ভরসার প্রতীক তামিম ইকবাল। তার ব্যাট হাসলে বাংলাদেশের স্কোরকার্ড হয় সমৃদ্ধ। প্রথম ওয়ানডেতে যেমন তামিমের সেঞ্চুরিতে বড় জয় (৯০ রানের ব্যবধানে) পেয়েছিল বাংলাদেশ। খেলেছিলেন ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ম্যাচ সেরাও হন তিনি।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। লাসিথ মালিঙ্গার বল বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। খুলতে পারেননি রানের খাতাই।
আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না তামিম! টাইগার ওপেনার ভুগছেন কোমরের সমস্যায়। সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর আজকের ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’।
তবে বিকেলের মধ্যে সুস্থ বোধ করলে খেলতে পারেন তামিম। তিনি খেলতে না পারলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ইমরুল কায়েসকে।