ঢাকায় থানা নির্বাচন অফিসে স্মার্ট কার্ড পাঠাচ্ছে ইসি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  আগস্ট ২০১৬

ঢাকায় থানা নির্বাচন অফিসে স্মার্ট কার্ড পাঠাচ্ছে ইসি

ঢাকায় থানা নির্বাচন অফিসে স্মার্ট কার্ড পাঠাচ্ছে ইসি

আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে রাজধানী ঢাকায় স্মার্ট কার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। তারই ধারাবাহিকতায় ঢাকার থানা নির্বাচন অফিসগুলোতে পাঠানো হচ্ছে স্মার্ট কার্ড।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

ইসির ব্যবস্থাপনা শাখা থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের জন্য সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলেই বিতরণের কাজ কবে থেকে শুরু করা হবে, তা সংবাদ সম্মেলন করে জানাবে ইসি।

এস এম আসাদুজ্জামান  জানান, ইতোমধ্যে রাজধানীর বেশ কয়েকটি থানা নির্বাচন অফিসে বিতরণের জন্য স্মার্ট কার্ড পাঠানো হয়েছে। তবে এখনো কিছু পাঠানো বাকি আছে। রাজধানীতে ৫০ লাখের মতো ভোটার রয়েছে। ইসির পরিকল্পনা অনুযায়ী ঢাকায় প্রথমে স্মাট কার্ড বিতরণ করা হবে।

তিনি জানান, স্মার্ট কার্ডের পাশাপাশি আঙ্গুলের ছাপ নেওয়া ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার যন্ত্র পাঠানো হবে।

 

 

 

Related posts