শীর্ষরিপো্র্ট ডটকম । ২০ সেপ্টেম্বর ২০১৬
অনেকটা নীরবেই যেন ঘনিয়ে আসছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দিনক্ষণ। সব ঠিক থাকলে কালই ঢাকায় এসে পৌঁছানোর কথা দলটির। আগামী ২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচ হলেও একটু আগে আসার অর্থ, ঢাকার আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেয়া। শুধুই কি তাই। একটা অনুশীলন ম্যাচও খেলার সুযোগ পাচ্ছে আফগানিস্তান। ফতুল্লা স্টেডিয়ামে ওই ম্যাচ হবে ২৩ সেপ্টেম্বর। বাকি সময়ে অনুশীলন করবেন তারা অ্যাকাডেমি মাঠে। ঢাকার মাঠ সম্পর্কে আফগান ক্রিকেটারদের অভিজ্ঞতা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন মোহাম্মাদ শেহজাদ, মোহম্মাদ নবিসহ আরো কয়েক ক্রিকেটার। ফলে কিছুটা হলেও সে অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি অন্যদের সাথে। আফগানিস্তান বাংলাদেশ সফরে খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ। প্র্যাকটিস ম্যাচ ফতুল্লা স্টেডিয়ামে হলেও মূল ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলায়। সিরিজের প্রতিটা ম্যাচই শুরু হবে বেলা আড়াইটায়। অর্থাৎ দিবা-রাতের ম্যাচ হবে সবগুলো।
এ দিকে ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচেরই রয়েছে রিজার্ভ ডে। যেহেতু বৃষ্টির ঘনঘটা প্রতিনিয়ত। তাই রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে প্রতিটা ম্যাচের পর দুই দিনের গ্যাপ। এক দিন রিজার্ভ ডে অন্য দিন বিশ্রাম ও অনুশীলন। বাংলাদেশ দীর্ঘদিন পর খেলতে নামছে ওয়ানডে। বিশেষ করে ২০১৬তে কোনো ওয়ানডে খেলেনি তারা। অপর দিকে আফগানিস্তান এ বছরে ইতোমধ্যে ৯টি ওয়ানডে খেলে ফেলেছে। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তারা। এরপর সফর করে আয়ারল্যান্ড স্কটল্যান্ডে। স্কটল্যান্ডে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও পরের ম্যাচ জিতে আয়ারল্যান্ড এসে খেলে চার ম্যাচের সিরিজ। সেখানে তারা জিতেছে আরো দুই ম্যাচ। গত জুলাইয়ে খেলে তারা ওই সিরিজ। ফলে বাংলাদেশ থেকে এগিয়ে তারা।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলে গত বছরের নভেম্বরে। জিম্বাবুয়ে ছিল প্রতিপক্ষ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ক’টিতেই জিতেছিল তারা। আফগানদের দিয়ে আবারো ওয়ানডে ক্রিকেট শুরু করলেও সিরিজে বেশ সতর্কই থাকবেন সাকিবরা।