শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ জানুয়ারি ২০১৭
এসপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার এ. এইচ. এম শাহাদাত হোসাইনকে রাষ্ট্রপতির কার্যালয়ে পুলিশের লিয়াজোঁ অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) পদে এবং নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল ইসলাম বিপিএমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের এ দুই কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে স্ব-বেতনে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরির সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ কার্যালয়ে ন্যস্ত করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ রোববার প্রেষণে এ বদলির আদেশ জারি করা হয়েছে।