শীর্ষরিপো্র্ট ডটকম। ৫ এপ্রিল ২০১৬
কারওয়ান বাজারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্ছেদ অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গাড়ি ভাঙচুরের ঘটনায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উচ্ছেদের সময় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী মিছিল নিয়ে কারওয়ান বাজারের ডিএনসিসির গাড়ি পার্কিংয়ে প্রবেশ করে ডিএনসিসির ১০-১২টি গাড়ী ভাঙচুর করে। এই উচ্ছেদ কার্যক্রম ডিএনসিসি পরিচালিত হয়নি এবং এতে ডিএনসিসি’র কোন ভূমিকা ছিল না।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ডিএনসিসি কর্তৃপক্ষ মনে করে, ডিএনসিসি’র গাড়ীর উপর এ ধরনের হামলা উদ্দেশ্য প্রণোদিত। ডিএনসিসি’র গাড়ী ভাংচুর এবং সরকারী কাজে বাধা দেয়ার কারণে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি সম্পত্তি রক্ষা/পুনরুদ্ধারের এ কার্যক্রম চলমান থাকবে।