ট্রাম্পের কট্টর সমালোচক জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত

শীর্ষরিপো্র্ট ডটকম । ১২   জানুয়ারি  ২০১৭

ট্রাম্পের কট্টর সমালোচক জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত

ট্রাম্পের কট্টর সমালোচক জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার জার্মানির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের ভোটাভুটিতে তিনি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন।

সংসদের মতামত ভোটে ৬১ বছর বয়সী স্যোসাল ডেমোক্রেট দলীয় ফ্রাঙ্ক ওয়াল্টার এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। জার্মানিতে প্রেসিডেন্ট পদ অানুষ্ঠানিকতা মাত্র। কিন্তু দেশের বাইরে জার্মানিকে উপস্থাপন করতে ব্যাপক ভূমিকা পালন করেন প্রেসিডেন্ট।

গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় সাবেক এই আইনজীবী ডোনাল্ড ট্রাম্পকে ‘ঘৃণার প্রচারক’ বলে মন্তব্য করেন। এছাড়া ওয়াশিংটনের সঙ্গে তার দেশের সম্পর্ক চ্যালেঞ্জিং হবে বলে পূর্বাভাস দেন।

বার্লিনে পার্লামেন্টের ফেডারেল অধিবেশনে ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন সংসদ সদস্যরা। সংসদের এক হাজার ২৬০ সদস্যের মধ্যে ওয়াল্টারের পক্ষে ভোট দিয়েছেন ৯৩১জন। দুই মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী ওয়াল্টার আগামী ১৯ মার্চ জার্মানির প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।

জার্মানির জাতীয় দৈনিক দ্য ডেইলি বার্লিনার মর্গেনপোস্ট নবনির্বাচিত প্রেসিডেন্টকে ‘ট্রাম্পবিরোধী প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেছে।

 

Related posts