ট্রাইব্যুনাল সরানোর চিঠিতে জাতি উদ্বিগ্ন : খাদ্যমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  আগস্ট ২০১৬

ট্রাইব্যুনাল সরানোর চিঠিতে জাতি উদ্বিগ্ন : খাদ্যমন্ত্রী

ট্রাইব্যুনাল সরানোর চিঠিতে জাতি উদ্বিগ্ন : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মন্তব্য করেছেন পুরনো হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছে, তাতে সমগ্র জাতি উদ্বিগ্ন ।

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ ছাড়া রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন এমপি, আওয়ামী আইনজীবী পরিষদের সেক্রেটারি ও ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নজিবুল্লাহ হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

কামরুল ইসলাম বলেন, ‘একাত্তরের ঘাতকদের বিচার করা আমাদের নির্বাচনী ম্যান্ডেট ছিল। আমরা একাত্তরের ঘাতকদের বিচার করছি। আজকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আমাদের এই যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার জন্য একটা নোটিশ আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন।’

উদ্বেগ প্রকাশ করে খাদ্য মন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনাল এখান থেকে সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার থেকে যে চিঠি আইন মন্ত্রণালয়ে দিয়েছেন, আইনমন্ত্রী এখানে আছেন। আমি মাননীয় আইন মন্ত্রীকে উদ্দেশ করে বলতে চাই, এই চিঠির প্রেক্ষিতে আপনি কী করবেন? ট্রাইব্যুনাল কিন্তু বন্ধ করা চলবে না।’

কামরুল ইসলাম আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের জায়গার দরকার থাকতে পারে। যে পত্র তারা দিয়েছেন, সেই পত্রের যৌক্তিকতা থাকতে পারে, সেই প্রশ্নে আমি কিছু বলব না। আমি শুধু আপনার কাছে আমাদের উদ্বেগের কথা জানালাম।’

একই অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, জনগণ যেটা চায়, সেটা বাস্তবায়নে প্রয়োজনে তিনি প্রধান বিচারপতির কাছে যাবেন।

 

Related posts