শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭
ওডিআইয়ের পর টি টোয়েন্টি সিরিজেও হোয়াইট ওয়াশের লজ্জায় পড়লো বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ২৭ রানে হেরেছে দল। ১৯৫ রানের টার্গেটে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান জড়ো করতে সমর্থ্য হয় টাইগাররা।
২৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন সৌম্য। ৪১ রান আসে সাকিবের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
এর আগে কোরে অ্যান্ডারসনের ৪১ বলে ৯৪ রানে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের পক্ষে রেকর্ড ১০টি ছয় হাঁকান তিনি। ৬০ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩১ রানে তিন উইকেট নেন রুবেল হোসেন।