শীর্ষরিপো্র্ট ডটকম । ১২ অক্টোবর ২০১৬
চট্টগ্রামের মাঠে ২৭৮ রান তাড়া করে জিততে হলে রীতিমত রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। এই মাঠে যে এত রান তাড়া করে জয়ের রেকর্ড এখনও নেই! তবে রেকর্ড গড়ে জয়ের জন্য বেশ বদ্ধপরিকর ইংলিশরা। কারণ, দুই উদ্বোধনী ব্যাটসম্যান জেমস ভিন্স আর স্যাম বিলিংস শুরুটা করেছিলেন দুর্দান্ত। তাদের দু’জনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, খুব সহজেই বুঝি লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ।
ইংলিশদের উদ্বোধনী জুটি ভাঙার জন্য ৫জন বোলার ব্যবহার করেন মাশরাফি। তিনি নিজে তো ছিলেনই। শফিউল, তাসকিন, এবং সাকিব আল হাসানকে দিয়ে যখন ব্রেক থ্রুটা আসতেছিল না, অবশেষে নাসিরকে বোলিংয়ে নিয়ে আসেন টিম বাংলাদেশ ক্যাপ্টেন।
বোলিংয়ে এসেই ব্রেক থ্রু এনে দিলেন নাসির হোসেন। ১২তম ওভারের নিজের ৪র্থ বলে নাসিরের গুড লেন্থের বলটি সোজা গিয়ে আঘাত হানে জেমস ভিন্সের প্যাডে। জোরালো আবেদনে অবশেষে সাড়া দিলেন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মরিস ইরাসমাস। ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান রিভিউ নেয়ার জন্য আলাপ করেছিলেন। তাতে আউটের সিদ্ধান্ত মেনেই মাঠ ছাড়েন জেমস ভিন্স।
আউট হওয়ার আগে ৩৭ বলে খেলেছিলেন ৩২ রানের একটি ইনিংস। ৫টি বাউন্ডারি মেরেছিলেন তিনি। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ১৩.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২। ৩৮ রান নিয়ে উইকেটে রয়েছেন স্যাম বিলিংস এবং ২ রান নিয়ে বেন ডাকেট।