শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ জুলাই ২০১৬
টাইমস নাও-এর পরিচালক অর্ণব গোস্বামী এবং ধর্মবিষয়ক বক্তা জাকির নায়েক। ছবি : টাইমস অব ইন্ডিয়া
ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘টাইমস নাও’-এর কাছে ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন ধর্মবিষয়ক বক্তা জাকির নায়েক। ভারতের এই ধর্মবিষয়ক বক্তার আইনজীবীর বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
চ্যানেলটিকে পাঠানো একটি আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, টাইমস নাও চ্যানেল জাকির নায়েকের বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ করেছে। মানুষের মন বিষিয়ে তুলতে যা যা করা দরকার, তার সব চেষ্টাই করেছে টিভি চ্যানেলটি। আর এতে জাকির নায়েকের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এ জন্য চ্যানেলটির কাছে ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন বিশ্বখ্যাত এই টিভি বক্তা।
আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, চ্যানেলটির পরিচালক অর্ণব গোস্বামীকে প্রধান অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, উপস্থাপক অর্ণব নায়েকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এর ফলে জাকির নায়েকের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
জাকির নায়েকের পক্ষে আইনজীবী মুবিন সোলকার টাইমস নাও চ্যানেলের পরিচালক অর্ণব গোস্বামী, ব্যুরোপ্রধান মেঘা প্রসাদ, প্রধান নির্বাহী বিনাশ কৌল এবং নির্বাহী কর্মকর্তা সুনীল লুলার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন। আইনি নোটিশে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাকির নায়েকের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরুর অভিযোগ আনা হয়। অভিযোগ করা হয়, অর্ণব উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাকির নায়েকের বিরুদ্ধে মানুষের মন বিষিয়ে তোলার চেষ্টা করেছেন।
গত ১ জুলাই ঢাকার গুলশানে হামলায় জড়িত দুই জঙ্গি জাকির নায়েকের বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছিল এমন তথ্য উঠে আসার পর জাকির নায়েকের বিরুদ্ধে সরব হয় ভারতের নানা মহল। তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য চারটি আলাদা তদন্ত কমিটিও গঠন করা হয়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, জাকির নায়েক এখন ভারতের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে ভিডিও কন্ফারেন্সে টাইমস নাওয়ের প্রধান অর্ণব গোস্বামীকে চ্যালেঞ্জ করেছেন। সেখানে তাঁর দাবি, ‘দ্য নিউজ আওয়ার’ অনুষ্ঠানে জাকির নায়েকের বিরুদ্ধে একাধিক আপত্তিকর মন্তব্য করেছেন অর্ণব। যা পুরোপুরি অসত্য। জাকির নায়েক আরো দাবি করেন, প্রতিটা কথার যুক্তি আছে তাঁর কাছে। তিনি অর্ণবকে তাঁর সঙ্গে সরাসরি আলোচনায় বসতেও আহ্বান জানান।