শীর্ষরিপো্র্ট ডটকম। ১৫ জুন ২০১৬
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের জন্মদিন আজ ১৫ জুন। জীবেনর বিশেষ এই দিনটিতে প্রিয়জনদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
সুাজানা জানালেন, জন্মদিন উপলক্ষে আজ বুধবার কোনো ব্যস্ততা রাখেননি। সন্ধ্যায় অটিস্টিক বাচ্চাদের সঙ্গে ইফতার করবেন। এ ছাড়া আগামী ১৭ জুন নিজ হাতে রান্না করে এতিম শিশুদের খাওয়াবেন।
এদিকে জন্মদিনে কী উপহার পেয়েছেন জানতে চাইলে সুজানা বলেন, ‘এবারের উপহারে একেবারে চমকে গেছি। আমার বন্ধুরা মিলে দারুণ সারপ্রাইজ দিয়েছে। একেবারে চমকে গেছি।’
সুজানা জাফর বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় আমরা প্রিয় পাঁচ বন্ধু আমাকে ফোন করে বলল, বাইরের রেস্টুরেন্টে সেহরি করবে। আমি রাজি হয়ে বাসা থেকে বের হতে চাইলাম। কিন্তু দরজা খুলেই তো ভয় পেলে গেলাম। দেখি দরজার সামনে অনেক অনেক গোলাপ ফুল, বেলুনসহ অনেক উপহার! পরে জানতে পারলাম, এটা আমার ওই বন্ধুদেরই কাজ।’
বলে রাখা ভালো, বছরে ১১ মাস কাজ করলেও রোজার মাসে কোনো শুটিং করেন না সুজানা। এই দিনগুলো তিনি কাটান বাড়িতেই। কখনো বা অটিস্টিক, এতিম ছেলেমেয়েদের সঙ্গেও কাটে তার দিন।
এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘আমি রোজার মাসে মডেলিং বা অভিনয় করি না এটা সবাই জানে। আমার ভক্ত-অনুরাগীরাও এটা জানেন। তাই তারা কষ্ট পাবেন না বলেই আমি ধরে নেই। তবুও এবারে একটি সুখবর আছে। দীর্ঘদিনের নিয়ম ভেঙ্গে আমি এবারে একটি নাটকে কাজ করে ফেলেছি। সেটি করার মূল কারণটি হচ্ছে নাটকটি করেছি মাইলস ব্যান্ডের তারকা শাফিন আহমেদ ভাইয়ের সঙ্গে। একটু বিশেষ বলেই কাজটি করা। তবে আগামী কোরবানী ঈদে আবারো দর্শক আমাকে নিয়মিত দেখতে পাবেন।’
অতীতের মতো আগামীতে ভালো ভালো কাজ দিয়ে দর্শক-ভক্তদের ভালোবাসা পেতে চান সুজানা। ভালো এবং সুস্থ থাকার জন্য সবার দোয়া চেয়েছেন এই মডেল ও অভিনেত্রী।