জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানঃ ইসলামী ঐক্য আন্দোলন

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৯  আগস্ট ২০১৬

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানঃ ইসলামী ঐক্য আন্দোলন

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানঃ ইসলামী ঐক্য আন্দোলন

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- আন্দোলনের নায়েবে আমির রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করেছে। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

অন্যায়ভাবে মানুষ মারা কোনো অবস্থাতেই জিহাদ নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও মন্তব্য করেন বক্তারা।

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আন্দোলনের আমির ড. মুহাম্মাদ ঈসা শাহেদী।

 

 

Related posts