শীর্ষরিপো্র্ট ডটকম । ১ অক্টোবর ২০১৬
বাটার বান, বা ক্রিম বান পছন্দ নয় এমন লোকের সংখ্যা হাতে গুণতে পারবেন। সকালের নাস্তায় একটা ফ্রেশ ক্রিম বান আপনার নাস্তার ভাবই বদলে দেবে। প্রতিদিন তো কিনেই খাচ্ছেন আজকে না হয় বানিয়ে খান। প্রথমেই বানিয়ে নিন ক্রিম। প্রথমেই জেনে নেই উপকরণ… দুধ-১ কাপ বাটার – ১৫ গ্রাম ডিম -৩ টা কুসুম চিনি ৫০ গ্রাম ময়দা- ২০ গ্রাম দুধে বাটার জ্বাল করে নামিয়ে ঠাণ্ডা করুন। এর
পর তিনটি ডিমের কুসুমের সঙ্গে চিনি, ময়দা মিশিয়ে ভালো করে মিশিয়ে এতে ঠাণ্ডা করা দুধ মেশাতে হবে। দুধ মেশানো হলে অল্প আছে জ্বাল দিয়ে হালুয়ার মতো বানাতে হবে। এবার ক্রিমটি ফ্রিজে রাখুন। এখন প্রস্তুত করতে হবে বানের ডো। এ জন্য যা যা লাগবে তার তালিকা নিচে দেওয়া হলো… ময়দা – ৩০০ গ্রাম কর্ন ফ্লাউয়ার – ৮০ গ্রাম চিনি- ৬০ গ্রাম ইস্ট-৫ গ্রাম লবণ- ৫ গ্রাম গরম পানি-৬০ মিলি গরম দুধ- ৮০ মিলি হেভি ক্রিম – ২০ মিলি ডিম -২টা ৪০ গ্রাম আনসল্টেড বাটারক্রিম বান-১প্রথমে ময়দা ও কর্ন ফ্লাউয়ার একসঙ্গে চেলে নিয়ে এর সঙ্গে চিনি, লবণ ও ইস্ট যোগ করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম দুধ, গরম পানি, ডিমের মিশ্রণ এতে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ ভালোমতো মথে নিয়ে তাতে দুইভাবে আনসল্টেড বাটার মেশাতে হবে।একেবারে ডোয়ের মতো হয়ে গেলে। ১ ঘণ্টা রেস্টে রাখতে হবে। এর পর ৮ ভাগ করে ঢেকে গরম জায়গায় রাখতে হবে। সামান্য ময়দা দিয়ে ইচ্ছামতো আকার দিয়ে বেলে তাতে ক্রিম ঢুকিয়ে বান ডো তৈরি করুন। এর পর অল্প আছে ননস্টিক তাওয়ায় চাপিয়ে দিন।বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজুন।