চীন সাগরে নৌ চলাচল বন্ধ

শীর্ষরিপো্র্ট ডটকম। ১৯  জুলাই  ২০১৬

দক্ষিণ চিন সাগর নিজেদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ চীন। পাশ্চাত্যকে এ ব্যাপারে এক বিন্দু ছাড় দিতে নারাজ।

চীন সাগরে নৌ চলাচল বন্ধ

চীন সাগরে নৌ চলাচল বন্ধ

এ প্রেক্ষাপটে দক্ষিণ চীন সাগরে ধারাবাহিক সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে চীনা নৌবাহিনী। আর সেই কারণে চলতি সপ্তাহ থেকে দক্ষিণ চীন সাগরের অংশ বিশেষ দিয়ে সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে চীনের নৌপথ কর্তৃপক্ষ। সোমবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যা নিয়ে নতুন করে অশান্তি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘোষণায় বলা হয়েছে, চীনের দ্বীপ প্রদেশ হাইনাননের পূর্ব অঞ্চল দিয়ে চলাচল আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। যদিও এটি বিতর্কিত পার্সেল এবং স্পার্টলি দ্বীপপুঞ্জ থেকে অনেকে দূরে অবস্থিত। উভয় এলাকার ওপর নিজেদের অধিকার দাবি করছে চীনসহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশ। অবশ্য মহড়ার প্রকৃতি সম্পর্কে ঘোষণায় কিছুই উল্লেখ করা হয়নি। এ ছাড়া, চীনা নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি।

 

Related posts